প্রতি বছরের ন্যায় এ বছর ১২৬ তম লাভপুর ফুল্লরা মহামেলা ২০২৫ সম্মানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে আমাদের সকলের প্রিয় লাভপুর বিধানসভার বিধায়ক
তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয়ের সভাপতিত্বে আরম্বরপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল তার কিছু বিশেষ মুহূর্ত। উপস্থিত ছিলেন ডঃ আশিস ব্যানার্জি
মাননীয় ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা, শ্রী বিধান রায় মাননীয় ডিএম সাহেব বীরভূম, বিডিও সাহেব লাভপুর, সাবিনা খাতুন সভাপতি লাভপুর পঞ্চায়েত সমিতি, শ্রী শোভন চৌধুরী সহ-সভাপতি
লাভপুর পঞ্চায়েত সমিতি, শ্রী প্রশান্ত সাধু সভাপতি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী প্রবীর পাঠক, শ্রী সোমনাথ সাধু সহ
লাভপুরের এবং সাঁইথিয়া ব্লকের সকল বিশিষ্ট জনেরা, মেলা কমিটির উদ্যোক্তাগণ এবং অগণিত দর্শক ও ভক্তবৃন্দ।