লাভপুর বিধানসভা কেন্দ্রের, ঠিবা গ্রাম পঞ্চায়েতে আজকে, সকাল ১০টার সময় অনুষ্ঠিত হলো প্রধান উপ-প্রধান গঠনের সভা। রবীন্দ্রসংগীত ও বাউল অনুষ্ঠানের মধ্য দিয়ে মেম্বার ও পঞ্চায়েত সমিতির মেম্বারদের সবাইকে অভিনন্দন করলেন, ঠিবা অঞ্চলের পক্ষ থেকে-ঠিবা অঞ্চল সভাপতি সাহিন কাজী মহাশয়। বিরোধী দলেও কর্মীরা উপস্থিত ছিলেন এবং সকলকেই ফুলের পুষ্প স্তবক দিয়ে বরন করলেন অঞ্চল সভাপতি। উপস্থিত ছিলেন ঠিবা গ্রাম পঞ্চায়েতের সকল স্তরের কর্মীবৃন্দরা। এবং সবশেষে জণ গণ মণ অধিনায়ক জয় হে, গানটি গেয়ে শেষ হলো আজকের নতুন প্রধান, উপপ্রধান, মেম্বার ও পঞ্চায়েত সমিতির সদস্যদের অভিনন্দন সভা। ঠিবা অঞ্চলের মানুষেরা সকলেই খুশী এবং আনন্দিত।
লাভপুর বিধানসভা কেন্দ্রের, ঠিবা গ্রাম পঞ্চায়েতে আজকে, সকাল ১০টার সময় অনুষ্ঠিত হলো প্রধান উপ-প্রধান গঠনের সভা। রবীন্দ্রসংগীত ও বাউল অনুষ্ঠানের মধ্য দিয়ে মেম্বার ও পঞ্চায়েত সমিতির মেম্বারদের সবাইকে অভিনন্দন করলেন, ঠিবা অঞ্চলের পক্ষ থেকে-ঠিবা অঞ্চল সভাপতি সাহিন কাজী মহাশয়। বিরোধী দলেও কর্মীরা উপস্থিত ছিলেন এবং সকলকেই ফুলের পুষ্প স্তবক দিয়ে বরন করলেন অঞ্চল সভাপতি। উপস্থিত ছিলেন ঠিবা গ্রাম পঞ্চায়েতের সকল স্তরের কর্মীবৃন্দরা। এবং সবশেষে জণ গণ মণ অধিনায়ক জয় হে, গানটি গেয়ে শেষ হলো আজকের নতুন প্রধান, উপপ্রধান, মেম্বার ও পঞ্চায়েত সমিতির সদস্যদের অভিনন্দন সভা। ঠিবা অঞ্চলের মানুষেরা সকলেই খুশী এবং আনন্দিত।