মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচির ৩লা এপ্রিল ২০২৩, আমাদের সকলের প্রিয় লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের
মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয় সকালে গড়গড়িয়া শ্যামচাঁদ মন্দিরে পূজা করে আশীর্বাদ গ্রহণ করে উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় পূর্বক লাভপুর বিধানসভার অন্তর্গত
অমরপুর গ্রাম পঞ্চায়েতে দিদির দূত হিসাবে উপস্থিত হয়ে দলীয় কর্মসূচির শুভারম্ভ করেন। প্রথমে বিধায়ক মহাশয় মন্দির সংলগ্ন স্থানে একটি ছোট্ট সভা করেন, সকলের সাথে আলাপ আলোচনা করেন।
পরে বিধায়ক মহাশয় ইকড়া শিব মন্দির পরিদর্শন করে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করেন। বিধায়ক মহাশয়এর যাত্রা পথে শহীদপুর, তাতিডাঙ্গা আদিবাসীপাড়া ও গোপালপুর আদিবাসী ডাঙ্গা পরিদর্শন
করেন সেখানে মানুষজনের সঙ্গে আলাপ আলোচনা করেন তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন। এরপর তিনি অমরপুর গ্রাম পঞ্চায়েত অফিস পরিদর্শন করেন, অফিসে সকলের সাথে আলাপ
আলোচনা করেন। দুপুরে মাননীয় বিধায়ক মহাশয় মদনপুর গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে সকলের সাথে
বসে সানন্দে মধ্যাহ্ন ভোজন সারেন। মধ্যাহ্নভোজনের পর মাননীয় বিধায়ক মহাশয় পাহাড়পুর মোড়ে একটি পথসভা করেন। বিকালে বিধায়ক মহাশয় পাহাড়পুর পার্টি অফিসে একটি কর্মীসভা করেন
সেখানে কর্মীদের হাতে কিট ব্যাগ তুলে দেন এবং দিদির দূত নিয়ে সবিস্তারে আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন শ্রী প্রশান্ত সাধু, শ্রী সোমনাথ সাধু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভা শেষ করে
সকলের সাথে আলাপ আলোচনা করে আজকের কর্মসূচির সমাপ্তি করে তার মিটিং এর উদ্দেশ্যে রওনা দেন। সারাদিন মাননীয় বিধায়ক মহাশয় নানাবিধ দলীয় কর্মসূচির মাধ্যমে এলাকার আবালবৃদ্ধবণিতা
সকলের সাথে আলাপ আলোচনা, কুশল বিনিময়, তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন এবং পাশে ছিলাম- পাশে আছি- পাশে থাকবো এই বার্তা দেন। সারা দিনের কর্মসূচিতে মাননীয় বিধায়ক
মহাশয়ের সফর সঙ্গী হয়েছিলেন শ্রী প্রশান্ত সাধু, শ্রী সোমনাথ সাধু সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।