Type Here to Get Search Results !

লাভপুর ব্লকের ধর্নামঞ্চে লাভপুরের বিধায়ক মাননীয় শ্রী অভিজিৎ সিংহ

 

ডঃবি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন আমাদের জননেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জী। দেশের আইন প্রণেতার মূর্তির পাদদেশে আইন রক্ষার লড়ায়ে বসেছেন আমাদের জননেত্রী সর্বসাধারণের মা।
  সেই লড়াইয়ে সামিল হতে রাজ্যের প্রতিটি বিধানসভার, প্রতিটি ব্লকের নেতৃত্ব থেকে সাধারণ মানুষের ঢ্ল নেমেছে ব্লকের,পৌরসভার ধর্নামঞ্চে।

আমাদের লাভপুর ব্লকের ধর্নামঞ্চে আজকে মধ্যমণি হিসাবে উপস্থিত ছিলেন  লাভপুর এলাকার বাসিন্দাদের  নয়নের মণি লাভপুরের বিধায়ক মাননীয় শ্রী অভিজিৎ সিংহ মহাশয়। ধর্নামঞ্চের সঞ্চালক তথা লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী তরুণ চক্রবর্তী মহাশয় তার উৎকৃষ্ট মানের শব্দচয়নে সভার কাজকে এক উচ্চমাত্রায় পৌঁছে দিয়েছেন। মাননীয় বিধায়ক তার বক্তৃতার মাধ্যমে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেছেন। প্রারম্ভিক বক্তৃতায় মাননীয় শ্রী প্রবীর পাঠক তার বাচনশৈলীর পরিচয় রেখেছেন। ধর্নামঞ্চে মাননীয় আব্দুল মান্নান সাহেব  এবং শ্রী বিকাশ আচার্য্য মহাশয় শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছেন।এই ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন  লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া ছবি পাল,সহ-সভাপতি শ্রী শোভন চৌধুরী, বিপ্রটিকুরী অঞ্চল সভাপতি সেখ ইসমাইল( মিঠু ভাই) সহ লাভপুর ব্লকের বাকী দশটি ব্লকের অঞ্চল সভাপতি এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং লাভপুর ব্লক এলাকার অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।

কেন্দ্রীয় সরকার যেভাবে সাধারণ মানুষকে বঞ্চনা করেছে (তাদের কাজ বন্ধ করে দিয়েছে,কাজের টাকা দেয় না,বাড়ি দিচ্ছে না) তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এইভাবেই রাস্তায় নেমে লড়াই করে যাবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সোনার বাংলা পত্রিকা