মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচির ১লা এপ্রিল ২০২৩, আমাদের সকলের প্রিয় লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর
মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয় সকালে রাখোরেশ্বর গ্রামে শিব মন্দিরে পূজা করে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করে উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় পূর্বক লাভপুর বিধানসভার অন্তর্গত চৌহাট্টা
মহোদর ২নং গ্রাম পঞ্চায়েতে দিদির দূত হিসাবে উপস্থিত হয়ে দলীয় কর্মসূচির শুভারম্ভ করেন। প্রথমে বিধায়ক মহাশয় মন্দির প্রাঙ্গনে একটি ছোট সভা করেন সকলের সাথে আলাপ আলোচনা করেন। পরে বিধায়ক মহাশয় উক্ত গ্রামেই মনসা মাতার মন্দির দর্শনে যান এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি উক্ত গ্রামে মহোদরী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান সেখানে পরিদর্শনের সাথে সাথে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপ আলোচনা করেন, তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন এবং শ্রেণিকক্ষে বিদ্যার্থীদের সাথে কিছু সময় অতিবাহিত করেন, তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে
মাননীয় বিধায়ক মহাশয় কে বরণ করে নেওয়া হয়। এরপর মাননীয় বিধায়ক মহাশয় মহোদরী দুর্গা মন্দিরের সামনে একটি ছোট্ট সভা করেন সেখানে সকলের সাথে আলাপ আলোচনা করেন। এরপর
তিনি চৌহাট্টা মহোদরী দু'নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস পরিদর্শন করেন অফিসে সকলের সাথে আলাপ আলোচনা করেন। দুপুরে মাননীয় বিধায়ক মহাশয় আড়ার গ্রামে শ্রী দীপক সিং এর বাড়িতে সকলের সাথে বসে সানন্দে মধ্যাহ্ন ভোজন সারেন।
মধ্যাহ্নভোজনের পর মাননীয় বিধায়ক মহাশয় ভেঁড়িয়া, কেঁন্দিয়া, নাউতারা প্রভৃতি গ্রাম পরিদর্শন করেন এবং নাওতারা গ্রামে তারা মা মন্দিরের সামনে একটি ছোট্ট সভা করেন।
বিকালে বিধায়ক মহাশয় ধোওয়াডাঙ্গা প্রাথমিক
বিদ্যালয় প্রাঙ্গনে একটি কর্মীসভা করেন সেখানে কর্মীদের হাতে কিট ব্যাগ
তুলে দেন এবং দিদির দূত নিয়ে সবিস্তারে আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন
মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী শোভন চৌধুরী, শ্রী প্রবীর পাঠক,
শ্রী ধীরাজ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর বিধায়ক মহাশয় উপস্থিত হন একুট গ্রামে সেখানে একটি ছোট্ট চা চক্রে অংশগ্রহণ করেন, সকলের সাথে আলাপ আলোচনা করেন
এরপর একুট গ্রামে শ্রী মলয় পালের বাড়িতে রাতের খাওয়া দাওয়া সেরে ওখানে রাত্রি যাপন করেন এবং আজ সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করে নিজ বাসভবনে ফিরে আসেন।
সারাদিন মাননীয় বিধায়ক মহাশয় নানাবিধ দলীয় কর্মসূচির মাধ্যমে এলাকার আবালবৃদ্ধবণিতা সকলের সাথে আলাপ আলোচনা, কুশল বিনিময়, তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন
এবং পাশে ছিলাম- পাশে আছি- পাশে থাকবো এই বার্তা দেন। সারা দিনের কর্মসূচিতে মাননীয়
বিধায়ক মহাশয়ের সফর সঙ্গী হয়েছিলেন শ্রী শোভন চৌধুরী, শ্রী প্রবীর পাঠক, শ্রী ধীরাজ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।