জয়চন্দ্রপুর সংসদে কিছু মানুষের সমস্যার জন্য একটু ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, তৎক্ষণাৎ ঠিবা অঞ্চল সভাপতি সাহিন কাজী মহাশয়ের কাছে খবর যেতেই, লাভপুর ব্লক নেতৃত্ব
"লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি " শোভন চৌধুরী মহাশয় এবং ঠিবা অঞ্চল সভাপতি সাহিন কাজী মহাশয়দের উপস্থিতে সমস্যার সমাধান হয়ে যায়। এবং জয়চন্দ্রপুর সংসদের এই সমস্যা সমাধানের প্রতিটা মানুষ খুবই খুশী ও আনন্দিত । সঙ্গে উপস্থিত ছিলেন ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।