৩১শে মার্চ শুক্রবার মিরাটী প্রাথমিক বিদ্যালয়ে নোটন চ্যাটার্জী মাষ্টার মশাইয়ের বিদায় সম্বৰ্ধনা পালিত হলো। উপস্থিত ছিলেন লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি-তরুণ চক্রবর্তী,
ঠিবা অঞ্চল সভাপতি-সাহিন কাজী, ঠিবা অঞ্চল প্রধান-কাজী মিঠুন, ঠিবা অঞ্চল উপ-প্রধান কবিতা বাগ্দী, ঠিবা অঞ্চল সহ-সভাপতি লালু পাল। এবং ঠিবা অঞ্চলের সকল শিক্ষক / শিক্ষিকা-বৃন্দরা উপস্থিত ছিলেন আজকের এই বিদায় সম্বৰ্ধনা অনুষ্ঠানে।