গতকাল ২২শে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচির চতুর্থ দিনে আমাদের সকলের প্রিয় লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী
অভিজিৎ সিনহা (রানা) মহাশয় সকালে পাঁড়ুই কালী মন্দিরে পূজা করে মায়ের আশীর্বাদ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনিময় পূর্বক লাভপুর বিধানসভার অন্তর্গত পাঁড়ুই গ্রাম পঞ্চায়েতে দিদির দূত হিসাবে উপস্থিত হয়ে দলীয় কর্মসূচির শুভারম্ভ করেন। প্রথমে বিধায়ক মহাশয় পশ্চিম সুন্দরপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন সেখানে স্বাস্থ্য
পরিসেবার ব্যাপারটি খতিয়ে দেখেন, সুবিধা অসুবিধার কথা শোনেন। ।এরপর পাঁড়ুই গ্রাম পঞ্চায়েত অফিস পরিদর্শন ও পঞ্চায়েত অফিসে সভা করেন। বিধায়ক মহাশয় তার যাত্রাপথের মধ্যে হঠাৎ করেই উপস্থিত হন পশ্চিম সুন্দরপুর
উচ্চ বিদ্যালয়ে সেখানে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপ আলোচনা করেন,তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন, উনি বিদ্যার্থীদের সঙ্গে সময় অতিবাহিত করেন, ছাত্রীদের কন্ঠে গান শোনেন ,তাদের সাথে গল্প গুজব করেন তাদের শুভকামনা এবং আগামী দিনে বড় হওয়ার ও ভালো মানুষ হওয়ার বার্তা দেন।
দুপুরে মাননীয় বিধায়ক মহাশয় দীঘা গ্রামে শ্রী স্বাধীন গোস্বামীর বাড়িতে সকলের সাথে বসে মধ্যাহ্নভোজন সারেন। দুপুর তিনটের সময় দীঘা গ্রামে রাস মন্দিরের প্রভুর দর্শন করে আশীর্বাদ নিয়ে মন্দির সংলগ্ন স্থানে কর্মী সমর্থকদের নিয়ে
একটি সভা করেন এবং বিকাল পাঁচটার সময় মাননীয় বিধায়ক মহাশয় বুধুরা ধর্মরাজ তলায় অঞ্চল কর্মীদের দিদির দূত কর্মসূচির বিষয়ে বিশদ আলোচনার জন্য একটি সভা করেন এবং সকলের করনীয় বিষয় বুঝিয়ে বলেন।
উপস্থিত ছিলেন শ্রী প্রশান্ত সাধু, শ্রী সোমনাথ সাধু, সিরাজুল শা অঞ্চল সভাপতি, সালাউদ্দিন, অতনু ঘোষ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। সভা শেষে বিধায়ক মহাশয় বুধুরায় শ্রী দিনেশ ঘোষের বাড়িতে রাত্রের খাওয়া-দাওয়া করে
ওখানে রাত্রি যাপন করেন এবং আজ ২৩শে জানুয়ারি সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী সমাপ্তি করে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। গতকাল সারাদিন মাননীয় বিধায়ক মহাশয়
নানাবিধ দলীয় কর্মসূচির মাধ্যমে এলাকার আবালবৃদ্ধবণিতা সকলের সাথে আলাপ আলোচনা, কুশল বিনিময়, তাদের
সুবিধা ও অসুবিধার কথা শোনেন এবং পাশে ছিলাম- পাশে আছি- পাশে থাকবো এই বার্তা দেন। গতকালের সারা দিনের
কর্মসূচিতে মাননীয় বিধায়ক মহাশয়ের সফর সঙ্গী হয়েছিলেন শ্রী প্রশান্ত সাধু, শ্রী সোমনাথ সাধু, সিরাজুল শা, অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে মাননীয় বিধায়ক মহাশয়ের সফর সঙ্গী হয়েছিলেন শ্রী প্রশান্ত সাধু, শ্রী সোমনাথ সাধু, সিরাজুল শা, অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে মাননীয় বিধায়ক মহাশয়ের সফর সঙ্গী হয়েছিলেন শ্রী প্রশান্ত সাধু, শ্রী সোমনাথ সাধু, সিরাজুল শা, অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।