আজ আমাদের ঠিবা পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শাহিন কাজী মহাশয় ও সহকর্মী গণেরা ঠিবা গ্রামের মেধাবী দুই ছাত্র , অসিত মণ্ডল ও রুদ্রপ্রসাদ চটরাজ , (৬৫৮ ও ৬১৯) এবং জয়চন্দ্রপুর গ্রামের মেধাবী ছাত্র সৌভিক মণ্ডল (৬৬১ )(নম্বর পাওয়ায়, উনারা নিজে তার বাড়িতে উপস্থিত হয়ে সম্মানিত করলেন।
এছাড়াও বললেন যে, আগামীদিনে কোনো অসুবিধার মধ্যে পড়লে উনি সাহায্যর হাত বাড়িয়ে দেবেন, এই পরামর্শও দিলেন।