মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে যে স্মৃতিচারণার প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মণিকর্ণিকা ঘাটে , সেই মণিকর্ণিকা ঘাট এ যাওয়ার জন্য রাস্তা ছিল না সেই রাস্তা নির্মাণের জন্য বীরভূম জেলা পরিষদে মেন্টর তথা লাভপুর বিধানসভার বিধায়ক
অভিজিৎ সিংহ মহাশয় এর (রাণা স্যার) উদ্যোগে এবং প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় এর উদ্যোগে একটি কংক্রিট রাস্তা নির্মাণের জন্য ব্যবস্থা করলেন এবং স্বেচ্ছায় জমিদাতাগণ আজ তাদের অনুমতি দিলেন।
আজ উপস্থিত ছিলেন ঠিবা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সাহীন কাজী মহাশয় , সহ সভাপতি লালু পাল ও যুব সভাপতি মিন্টু শেখ এবং ঠিবা অঞ্চলের অন্যান্য নেতৃত্ব ও রবি চট্টরাজ এবং
কামদাকিঙ্কর কমিটির সদস্য সকলে মিলে উপস্থিত ছিলেন।