Type Here to Get Search Results !

THIBA PANCHAYAT VECTOR CONTROL TEAM. LABPUR DEVELOPMENT BLOCK, LABPUR BIRBHUM

LABPUR DEVELOPMENT BLOCK, LABPUR BIRBHUM, PIN-731303, Vector Control Team Thiba Gram Panchayat. Thiba Birbhum.

 

Lলাভপুর ব্লকের অধিনে, যতগুলি গ্রামপঞ্চায়েত আছে সেই সমস্ত গ্রামপঞ্চায়ের প্রত্যেক V.R.P এবং V.C.T টিমের সদস্যদের আজকে লাভপুর ব্লকে গুরুত্বপূর্ন্য কাজের মিটিং এর ডাকা হয়। সেই সঙ্গে V.R.P সুপারভাইজার এবং গ্রাম পঞ্চায়েতের স্যাকেটারী বাবু উপস্থিত থাকেন, গ্রামিন পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রন কর্মসূর্চীর বিশেষ আলোচনার সভাকক্ষে। ব্লকের পক্ষ থেকে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন, জয়েন্ট B.D.O সাহেব, পরিমল বাবু, কামাল সেখ, এবং আরো উচ্চপদস্থ অফিসার মহাশয়েরা।

 সর্ব প্রথমে প্রতিটা গ্রাম পঞ্চায়েতের V.R.P জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী এবং V.R.P সেই রির্পোট আপলোড সংক্রান্ত ও V.R.P প্রতিদিন যার যা সংসদ দ্বায়িত্বে থাকবে তাকে অন্তত ৬০ টি করে বাড়ির রিপোর্ট সহ সার্ভে করতে হবে। সেই সঙ্গে V.R.P রিপোর্ট অনুযায়ী গ্রামপঞ্চায়ের V.C.T কর্মীদের সেই স্থানে, তাদের টিম গিয়ে কাজ করতে হবে। সার্ভে করার সময় যে বিষয় গুলো V.R.P দের লক্ষ্য করতে হবে সেগুলি হলো, ১। বাড়ির মধ্যে কোন খালি পাত্রে জমা জল আছে কিনা সেটা দেখতে হবে। ২। সেই বাড়ির সদস্যদের মধ্যে কারও জ্বর সর্দি কাশী জাতিয় কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। ৩। বাড়ির মধ্যে বা বাড়ির আশেপাশে নোংড়া আবর্জনা হয়ে আছে কিনা দেখতে হবে। ৪। শোবার সময় প্রতিদিন মশারী টাঙ্গিয়ে শোবার জন্য বোঝাতে হবে।

প্রতিদিন সাতদিনের মধ্যে অন্তত ৫দিনের বেশী প্রতিদিন ৬০টি বাড়ি না হলেও অন্তত ৫০টা করে বাড়ি VRP দের বাড়ি টু বাড়ি সার্ভে করতে হবে । এবং প্রতিদিনে যা রিপোর্ট আসবে সেই রিপোর্ট VRP সুপারভাজারকে দিতে হবে এবং সেই দিনই পোর্টালে আপলোড করতে হবে। নিখুত ভাবে সার্ভের সাথে এটাও দেখতে হবে ড্রেনে বা বাড়ির কোন পাত্রে ডেঙ্গুর লার্ভর পরিমান। যদি বেশি পরিমানের লার্ভা থাকে তাহলে গ্রামের সেই পাড়ার রিপোর্ট ব্লক অফিসে জানাতে হবে।

ব্লক থেকে যে লিভলেট দেওয়া হয়ে থাকে সেই লিভলেট গ্রামের বাড়িতে বাড়িতে সার্ভে করার সময় বাড়ির সদস্যদের কে দিতে হবে। যে ক্যামিক্যাল ব্লক অফিস থেকে দেওয়া হয়েছে সেই ক্যামিক্যাল গুলো নিয়ে, ফাওড়া, হাঙ্গর, এবং স্প্রে মেসিন নিয়ে সংসদে স্প্রের সঙ্গে যেখানে জমা জল জমে আছে সেখানে সেই জমা নোংড়া জলকে বের করে দিতে হবে। তার সঙ্গে সেই ক্যামিক্যাল স্প্রে মেসিনে পরিমান মতো দিয়ে নোংড়া স্থানে স্প্রে করতে হবে।

এই আলোচনা সভাকক্ষে কিছু কিছু V.R.P এবং V.C.T টিমের কর্মীদের আজকে শুধুমাত্র বোঝানো বা নিয়ম শিঙ্খলার বিষয়ে বিশেষ আলোচনার পর্বে জয়েন্ট B.D.O সাহেব বিস্তারিত তথ্য এবং সঠিক ভাবে কাজ করার জন্য পরামর্শ দিলেন। সেই সঙ্গে আজকের লাভপুর ব্লকের সভাকক্ষের যে গুরুত্বপূর্ন্য আলাচনার বিষয়ে ডাকা মিটিং এর সমাপ্ত হয়। আজকে ২১শে এপ্রিল বৃহস্পতিবার। বাংলার ৭ই বৈশাখ, ১৪২৯, ইং ২০২২।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সোনার বাংলা পত্রিকা