LABPUR DEVELOPMENT BLOCK, LABPUR BIRBHUM, PIN-731303, Vector Control Team Thiba Gram Panchayat. Thiba Birbhum.
Lলাভপুর
ব্লকের অধিনে, যতগুলি গ্রামপঞ্চায়েত আছে সেই সমস্ত গ্রামপঞ্চায়ের প্রত্যেক
V.R.P এবং V.C.T টিমের সদস্যদের আজকে লাভপুর ব্লকে গুরুত্বপূর্ন্য কাজের
মিটিং এর ডাকা হয়। সেই সঙ্গে V.R.P সুপারভাইজার এবং গ্রাম পঞ্চায়েতের
স্যাকেটারী বাবু উপস্থিত থাকেন, গ্রামিন পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রন
কর্মসূর্চীর বিশেষ আলোচনার সভাকক্ষে। ব্লকের পক্ষ থেকে বিশেষ ভাবে উপস্থিত
ছিলেন, জয়েন্ট B.D.O সাহেব, পরিমল বাবু, কামাল সেখ, এবং আরো উচ্চপদস্থ
অফিসার মহাশয়েরা।
সর্ব
প্রথমে প্রতিটা গ্রাম পঞ্চায়েতের V.R.P জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী এবং
V.R.P সেই রির্পোট আপলোড সংক্রান্ত ও V.R.P প্রতিদিন যার যা সংসদ
দ্বায়িত্বে থাকবে তাকে অন্তত ৬০ টি করে বাড়ির রিপোর্ট সহ সার্ভে করতে হবে।
সেই সঙ্গে V.R.P রিপোর্ট অনুযায়ী গ্রামপঞ্চায়ের V.C.T কর্মীদের সেই স্থানে,
তাদের টিম গিয়ে কাজ করতে হবে। সার্ভে করার সময় যে বিষয় গুলো V.R.P দের
লক্ষ্য করতে হবে সেগুলি হলো, ১। বাড়ির মধ্যে কোন খালি পাত্রে জমা জল আছে
কিনা সেটা দেখতে হবে। ২। সেই বাড়ির সদস্যদের মধ্যে কারও জ্বর সর্দি কাশী
জাতিয় কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। ৩। বাড়ির মধ্যে বা
বাড়ির আশেপাশে নোংড়া আবর্জনা হয়ে আছে কিনা দেখতে হবে। ৪। শোবার সময়
প্রতিদিন মশারী টাঙ্গিয়ে শোবার জন্য বোঝাতে হবে।
প্রতিদিন সাতদিনের মধ্যে অন্তত ৫দিনের বেশী প্রতিদিন ৬০টি বাড়ি না হলেও অন্তত ৫০টা করে বাড়ি VRP দের বাড়ি টু বাড়ি সার্ভে করতে হবে । এবং প্রতিদিনে যা রিপোর্ট আসবে সেই রিপোর্ট VRP সুপারভাজারকে দিতে হবে এবং সেই দিনই পোর্টালে আপলোড করতে হবে। নিখুত ভাবে সার্ভের সাথে এটাও দেখতে হবে ড্রেনে বা বাড়ির কোন পাত্রে ডেঙ্গুর লার্ভর পরিমান। যদি বেশি পরিমানের লার্ভা থাকে তাহলে গ্রামের সেই পাড়ার রিপোর্ট ব্লক অফিসে জানাতে হবে।