Type Here to Get Search Results !

কিষান সম্মান নিধির কৃষকদের e-Kyc করা বাধ্যতামূলক কিন্তু আপনার সামান্য ভূলের জন‍্য খোয়াতে পারেন ব‍্যাঙ্ক একাউন্টের জমানো টাকা। সোনার বাংলা পত্রিকা ।

Lসারা ভারতবর্ষে শুরু হয়েছে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে বায়োমেট্রিক e-Kyc, কিন্তু আপনি বা আপনারা জানেন কি-আপনার অজান্তেই আপনার ব‍্যাঙ্কের জমানো টাকা কেউ আপনার একাউন্ট থেকে তুলে নিতে পারে?
 বিস্তারিত সঠিক তথ‍্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো আমরা।

পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের যে যে কৃষকেরা বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন বছরে, সেই সমস্ত কৃষকদের বাধ্যতামূলক e-Kyc করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টাকা পাচ্ছেন যে কৃষক সেই কৃষকদের আধার যাচাই করন শুরু হয়েছে। এবং ভারত সরকার e-Kyc করার সম্পুন‍্য কাজের অধিকার দিয়েছেন একমাত্র CSC সেন্টার সঞ্চালকদের। আধার OTP দিয়ে কৃষকের আধার রেজিস্ট্রার মোবাইল নং দিয়ে যে E-KYC কাজ হচ্ছিলো তা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়ছে অফিসিয়াল পোর্টালে।

EKYC করতে আপনাকে যেতে হবে আপনার এলাকার তথ‍্য মিত্র কেন্দ্রে। বা CSC সেন্টারে। যে কৃষক যার একাউন্টে টাকা ঢুকছে সেই কৃষকের বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ দিয়ে করতে হবে সাক্সেসফুল অথন্টিকেশন। এবং একটি রসিদ পাবেন সেই রসিদটি নিয়ে নেবেন সেই সেন্টার খেকে।

আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে সেন্টারে আপনি e-KYC করতে যাবেন সেই সেন্টারের নিজের নামে CSC id আছে কিনা? না অন‍্য জায়গার CSC id ব‍্যাবহার করে, কিছু দিনের জন‍্য অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার নামে জালিয়াতি ছক পেতে বসে আছে কিনা সেটার লক্ষ্য কিন্তু আপনাকে রাখতে হবে। খুবই বিসস্ত বা CSC সেন্টারেই আপনারা e-KYC করবেন। তাতে করে আপনাদের কোন রকমের সমস্যা দেখা দেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সোনার বাংলা পত্রিকা