Type Here to Get Search Results !

CSC অবিলম্বে অপারেটর আই ডি দেওয়া বন্ধ হোক,এবং তার সঙ্গে শুরু হোক বায়োমেট্রিক লগইন সি.এস.সির পোর্টাল।

Lভারতবর্ষের কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ‍্য মিত্র কেন্দ্র। ডিজিটাল সেবা পোর্টালের মাধ‍্যমে সরকারি পরিষেবা গ্রামেগঞ্জে নিত‍্য নতুন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতে গরিব মধ‍্যবিত্ত মানুষদের কাছে কেন্দ্র সরকার অনুমোদিত কমন সার্ভিস সেন্টার।

 বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে, যে সমস্ত এলাকায় কমন সার্ভিস সেন্টার রয়েছে, সেই সেন্টারের সামনেই, নতুন অনলাইন সেন্টার খুলে VLE অপারেটরের আইডি বানিয়ে সমানে টক্কর দিয়ে জোরপূর্বক চালাচ্ছে অনলাইন ব‍্যাবস‍্যা। মার খাচ্ছে আসল VLE সঞ্চালকেরা। অবিলম্বে অপারেটর  আইডি বানানো বন্ধ করতে হবে এবং তার সঙ্গে Fringer Print Login চালু করতে হবে CSC পোর্টালে।

অপারেটর আইডি দিয়ে যে অনলাইন দোকানগুলো আধার বায়োমেট্রিক অথন্টিকেশনের মাধ‍্যমে যে সমস্ত সরকারি প্রকল্পের e-KYC, বা ইশ্রম কার্ডের মতো যে সমস্ত পরিষেবা সাধারণ মানুষকে দিচ্ছে তার বিনিময়ে Fringer Print ক‍্যাপচার করে সাধারণ গরীব মধ‍্যবিত্ত মানুষদের ব‍্যাঙ্ক জমানো টাকার হাত দিতে পিছুপা হচ্ছেনা সেই অপারেটর।

অবিলম্বে csc পোর্টালে Fringer Print Login এর দাবী জানাচ্ছি এবং তার সঙ্গে vle অপারেটর id বানানোর প্রক্রিয়াও নিষ্কিয় অবিলম্বে করতে হবে। তা হলে সাধারণ গরীব মধ‍্যবিত্ত মানুদের জালিয়াতির কবলে কখনোই পরতে হবে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সোনার বাংলা পত্রিকা