Lবীরভূম জেলার লাভপুর ব্লকের কাজীপাড়া এবং লাঙ্গলহাটার বাসট্যাণ্ড থেকে বটতলা পর্যন্ত তৈরী হলো সৌর বিদ্যুৎ চালিত বাতি স্তম্ভ নির্মান "সোলার লাইট" । লাভপুর বিধানসভার বিধায়ক তথা শ্রী অভিজিৎ সিনহার (রানা) তত্বাবধানে ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজীর নেতৃত্বে তৈরী হলো ঠিবা গ্রাম পঞ্চায়েতের লাঙ্গলহাটা ১ নং সংসদে বাসস্ট্যান্ড হইতে বটতলা পর্যন্ত সৌর বিদ্যুৎ চালিত সোলার লাইটের নির্মাণের কাজ ।
এলাকার মানুষজনের বা গ্রামবাসীদের সঙ্গে কথাবলে জানা যায়, কাজীপাড়া, লাঙ্গলহাটা, কল্যানপুর বাসীদের খুবই একটা সৌন্দর্য এবং উজ্জ্বলময় প্রকল্প । সকলেই জানান রাত্রে কোথাও অন্ধকারে বেড়োনো যেত না সাপের উৎপাতের জন্য । এলাকাবাসীদের সকলেই খুশি এই প্রকল্পটি বাস্তবায়ীত করার জন্যঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী বলেন, আমরা আমাদের এমন একজন বিধায়ক মহাশয়কে পেয়েছি, উনার লক্ষ লাভপুরের সমস্ত গ্রামপঞ্চায়েতের গ্রামগুলিকে ঢেলে সাজিয়ে চলেছেন । উনার নেতৃত্বে ঠিবা অঞ্চলের ঊন্নয়ন মূলক কাজ দেখছেন। গ্রামবাসীরা সকলেই আমাদের বিধায়ক মহাশয়ের নেতৃত্বে যে সমস্ত উন্নয়নমূলক কাজ আমরা করছি সকলেই সন্তুষ্ট । খুশী এবং আনন্দিত ।