Lঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে, সাংগঠনিক সভা হলো কাজীপাড়ার পার্টি অফিসে । বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিষয়ে আলোচনা, এবং গ্রামের যে সংগঠন, সেই সংগঠনকে চাঙ্গা করতে বিশেষ কর্মসূর্চীর পদক্ষেপ নিলেন ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী । ঠিবা অঞ্চলের প্রত্যেক সংসদ থেকে কোর কমিটি গঠন করা হয়েছিলো আগেই, সেই কোর কমিটির প্রত্যেক সদস্যদের নিয়ে সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । অঞ্চল সভাপতির ডাকে শনিবারের যে উপস্থিত কোর কমিটির সদস্যদের বিশেষ ভাবে উপস্থিতি চোখে পড়ার মতো।
উপস্থিত ছিলেন সকলের প্রিয় ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী, ও ঠিবা অঞ্চল সহ সভাপতি লালু পাল। হাজুরতন বাগ্দী, হরিভজন ভাণ্ডারী, এবং ঠিবা অঞ্চলের কোর কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ।
ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্য্যালয়ে, সাংগঠনিক সভা হলো কাজীপাড়ার পার্টি অফিসে । বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিষয়ে আলোচনা, এবং গ্রামের যে সংগঠন, সেই সংগঠনকে চাঙ্গা করতে বিশেষ কর্মসূর্চীর পদক্ষেপ নিলেন ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী । ঠিবা অঞ্চলের প্রত্যেক সংসদ থেকে কোর কমিটি গঠন করা হয়েছিলো আগেই, সেই কোর কমিটির প্রত্যেক সদস্যদের নিয়ে সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । অঞ্চল সভাপতির ডাকে শনিবারের যে উপস্থিত কোর কমিটির সদস্যদের বিশেষ ভাবে উপস্থিতি চোখে পড়ার মতো।