আগামী ২৫শে ফাল্গুন বাংলার ১৪২৮ ইং ১০/০৩/২০২২ বৃহস্পতিবার হজরত শাহ্ হামিদ সাহেবের মিলন মেলার শুভ উৎবোধন হতে চলেছে । যুগ যুগ ধরে এই মিলন মেলা হয় চলেছে । এই মেলা "স্বানী তলার" মেলা নামে পরিচিত । এই মেলায় হিন্দু ও মুসলীম সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে মেলা হয়েই চলেছে । বাঘা এবং কাজীপাড়া গ্রামের মাঝখানে এই মেলা বসে । বহু রকমের অনুষ্ঠানের মধ্যদিয়ে এই মিলন মেলার শুভ অনুষ্ঠান শুরু হয় ।
লাভপুর বিধানসভার বিধায়ক শ্রী অভিজিৎ সিনহা (রানা) হজরত শাহ্ হামিদ সাহেবের মেলা পরিদর্শনে আসবেন।
এইবছর ৭ দিনের অনুষ্ঠান হবে মিলন মেলায়
১। বৃহস্পতিবার ১০/০৩/২০২২ তারিখে কলকাতার বিখ্যাত অরকেষ্ট্রা গান । ২। শুক্রবার ১১/০৩/২০২২ পায়েল অপেরার পঞ্চরস গান ৩। শনিবার ১২/০৩/২০২২ পায়েল অপেরার পঞ্চরস গান । ৪। রবিবার নিউ রামকৃষ্ণ অপেরার হাসির সম্রাট অধীর মণ্ডলের পঞ্চরস গান। ৫। সোমবার নিউ রামকৃষ্ণ অপেরার হাসির সম্রাট অধীর মণ্ডলের পঞ্চরস গান। ৬। মঙ্গলবার জয়গুরু অপেরার পঞ্চরস গান। ৭। বুধবার জয়গুরু অপেরার পঞ্চরস গান।
ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী, এবং ঠিবা অঞ্চল প্রধান মিঠুন কাজীর তত্বাবধানে এই হজরত শাহ্ হামিদ সাহেবের মিলনমেলা হয়ে চলেছে । কাজীপাড়া, বাঘা, দ্বারাকপুর, কন্যানপুর, লাঙ্গলহাটা, এবংআরো অন্যান্য গ্রাম একত্রিত হয়ে হজরত শাহ্ হামিদ সাহেবের মিলন মেলা হয়।