হজরত শাহ্ হামিদ সাহেবের মাজারে চাদর চড়ালেন জনাব আব্দুল মান্নান সাহেব |
আজ ১০ই মার্চ বৃহস্পতিবার লাভপুর বিধানসভার প্রধান অতিথি ও উদ্বোধক শ্রী অভিজিৎ সিন্হার ( রানা দা ) (মাননীয় বিধায়ক, লাভপুর বিধানসভা ও মেন্টর, বীরভূম জেলা পরিষদ ) অনুপ্রেরনায়, হজরত শাহ্ হামিদ সাহেবের মিলন মেলা উৎবোধন হলো আজকে । বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং সংগীত পরিবেশনের করে, মিলন মেলার শুভ শুচনা হলো ।
হজরত শাহ্ হামিদ সাহেবের মিলন মেলায় ফিতে কেটে উৎবোধন করলেন |
উপস্থিত ছিলেন মিলন মেলায় যে যে বিশিষ্ট ব্যাক্তিবর্গ মহাশয়েরা, সকল বিশিষ্ট ব্যাক্তিবর্গ হজরত শাহ্ হামিদ সাহেবের মাজারে চাদর চড়ালেন । বিশিষ্ট সমাজ সেবিক জনাব আব্দুল মান্নান সাহেব মেলার উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখেন। তরুণ চক্রবর্তী, প্রবীর পাঠক, ডাঃ সুশীল ভট্রাচার্য্য, শ্রী কল্যান প্রসাদ মিত্র (নানুর C.I ), বিশিষ্ট সমাজ সেবিক হীরণ মল্লিক,
হজরত শাহ্ হামিদ সাহেবের মিলন মেলার মাজারের ছবি |
ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী, ঠিবা অঞ্চল সহ সভাপতি লালু পাল এবং ঠিবা অঞ্চলের মানুষ জনেরা উপস্থিত ছিলেন এবং সকলের উপস্থিতে হজরত শাহ্ হামিদ সাহেবের ৭১ তম, মিলন মেলার শুভ সূচনা অনুষ্ঠান সম্পন্ন্য হলো