বীরভূম সংস্কৃতি বাহিনী এর উদ্যোগে কালিকাপুর আদিবাসী পল্লীতে যে নাট্যগ্রাম গড়ে উঠছে আজ সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে লাইব্রেরী ও গেস্ট হাউস এর শুভ উদ্বোধন করলেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয়
শ্রী অভিজিৎ সিনহা( রানা) মহাশয় ও বীরভূম জেলার ডিএম সাহেব মাননীয় বিধান রায় মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মান্নান সাহেব ,শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী শোভন চৌধুরী, শ্রী প্রবীর পাঠক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।