লাভপুর বিধানসভার অন্তর্গত শ্রীনিধিপুর অঞ্চলের গোপীকান্তপুরে (কোপাই) কলকাতার শ্রী মীনানন্দ ফাউন্ডেশন একটি আশ্রম, যোগকেন্দ্র ও লাইব্রেরী স্থাপনের উদ্যোগ নিয়েছেন। আজ পূজার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানটির শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয়, শ্রী চন্দ্রনাথ সিনহা মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, শ্রী বিকাশ রায়চৌধুরী মাননীয় বিধায়ক সিউড়ি, শ্রী দেবাশীষ কুমার মাননীয় বিধায়ক রাসবিহারী কলকাতা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।