Lপেট্রল, ডিজেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল হলো লাভপুরে। বর্তমান কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল । লাভপুর ব্লকের অন্তরগত, লাভপুর তৃণমূল পার্টি অফিস থেকে শুরু হয় মিছিল, শেষ হয় লাভপুর পুরাতন বাসস্টেণ্ড সর্নিকটে । মিছিলে উপস্থিত বিশিষ্ট জনেদের মধ্যে চোখে পড়ার মতো ভিড় দেখা যায় ছাত্রজিবনের সংগঠনকে ।
কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পায়ে পা মেলান লাভপুর ব্লকের তৃণমূল কর্মীসমর্থকেরা। স্লোগান এবং প্রতিবাদের একটাই বক্তব্য মধ্যবিত্য পরিবারের রান্নার গ্যাস থেকে রান্নার প্রতিটা জিনিষের মূল্য একেবারে আকাশ ছোয়া । তারই প্রতিবাদে কাঁধে কাধ মিলিয়ে একসাথে ধিক্কার মিছিলে সামিল লাভপুর তৃণমূল কংগ্রেস কর্মীসমর্থকেরা ।
প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখলেন, বীরভূম জেলার সহ সভাপতি আব্দুল মান্নান , লাভপুর ব্লক সভাপতি তরুন চক্রবর্তী, সৌভন চৌধুরী, প্রবীর পাঠক, সঙ্গে উপস্থিত ছিলেন- ডাঃ সুশীল ভট্টাচার্য্য, সালাম সেখ, হিরণ মল্লিক, কামাল সেখ, ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী,এবং লাভপুর তৃণমূল ছাত্রপরিষদ এবং আরো বহু তৃণমূল কংগ্রেস সমর্থকেরা ।লাভপুর বিধানসভার বিধায়ক শ্রী অভিজিৎ সিনহার (রানা) তত্বাবধানে আজকের মিটিং হয় । লাভপুর পার্টি অফিস থেকে পুরাতন বাসস্টেণ্ড পর্যন্ত ধিক্কার মিছিল হয় আজকে ।