গত ৮ই মার্চ,২০২২ বিশ্ব নারী দিবসে লাভপুর বিধানসভার অন্তর্গত জামনা পঞ্চায়েতের নিত্যসংঘ মহিলা স্বনির্ভর কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ন্যাশানাল রুরাল লিভলিহুড মিশন এর তরফ থেকে গ্রামোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা
পালনের জন্য দিল্লির বিজ্ঞানভবনে ভারতবর্ষের সেরা শিরোপা আত্মনির্ভর সংস্থান পুরস্কার পেয়েছিলেন, সেই স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ জামনা নিত্যসংঘ মহিলা স্বনির্ভর কো-অপারেটিভ সোসাইটি লিঃ কে আজ লাভপুর অতুল শিব ক্লাবে
লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয় এর ঐকান্তিক ইচ্ছায় লাভপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে সম্বর্ধনা দেওয়া হল ।উপস্থিত ছিলেন মাননীয় বিডিও সাহেব লাভপুর, বিশিষ্ট সমাজসেবী মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী শোভন চৌধুরী, শ্রী প্রবীর পাঠক, লাভপুর বি.ডি.ও সাহেব,
লাভপুর মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আধিকারিক, টুমরো ফাউন্ডেশনের মুখপাত্র এবং সকল প্রধান, উপপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দেখুন বিস্তারিত ভিডিও