সাংবাদিক বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার |
রাজীব বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার দুজনেই প্রাক্তন বিজেপির নেতা । রাজীব বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক মাষ আগেই এবং জয়প্রকাশ মজুমদার কিছুদিন হলো তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছেন । এই দুই তৃণমূল কংগ্রেসের নেতার তরফ থেকে অভিযোগ করা হয়ছে, বা অভিযোগ করছেন যে নন্দীগ্রামের ভোটের ফল ঘোষণায় কারচুপি রয়েছে, নন্দীগ্রামের ভোটের যে গণনা পুননির্বাচনের দাবি করলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যোগদান করা দুই নেতৃত্ব, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার । নন্দীগ্রামের ভোটের ফলাফলের দিন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যে ভোট প্রসঙ্গের কথাবার্তা কি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই কথাবার্তা সংবাদ মাধ্যমে আনবেন বলে জানিয়েছেন দুই বর্তমান তৃণমূল নেতা ।
জয়প্রকাশ মজুমদারের পক্ষথেকে বলা হয়েছে কেন্দ্রসরকারের কাছে খবরা খবরের জন্য ১৮ বার ইমেল পাঠানো হয়েছিলো কেন্দ্রসরকারের কাছে সেই সমস্ত তথ্য প্রকাশ্যে সংবাদ মাধ্যমে নিয়ে আসবেন বলে জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার। তবে এই মুহুর্তে যা বক্তব্য তা হলো নন্দীগ্রামের ভোট কারচুপিতে জিতেছেন সুভেন্দু অধিকারী তা পুঃ গণনা করা হোক। তাহলে ভোটের অংঙ্কে অনেক বদল আসতে পারে বলে এই দুইজনে জানিয়েছেন।