লাভপুর ব্লকের জামনা ও ঠিবা দুটি অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ধ্রুববাটিতে কুয়ে নদীর উপর জামনা ও ঠিবা দুটি অঞ্চলের সংযোগকারী সেতু নির্মাণ। আজ লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর
মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয় এর ঐকান্তিক প্রচেষ্টায় ও বীরভূম জেলা পরিষদের অর্থানুকূল্যে ধ্রুববাটিতে উক্ত দু'টি অঞ্চলের সংযোগকারী নির্মিত সেতুটির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক শ্রী অভিজিৎ সিনহা
(রানা) মহাশয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী কৌশিক সিনহা মাননীয় এ.ডি.এম বীরভূম জেলা পরিষদ, মাননীয় ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বীরভূম জেলা পরিষদ, সভাপতি, সহ সভাপতি লাভপুর পঞ্চায়েত সমিতি, মান্নান সাহেব, শ্রী তরুণ
চক্রবর্তী, শ্রী শোভন চৌধুরী, শ্রী প্রবীর পাঠক, শ্রী রেবতী রঞ্জন ভট্টাচার্য, ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী, ঠিবা অঞ্চল প্রধান মিঠুন কাজী, ঠিবা অঞ্চল সহ সভাপতি লালু পাল এবং অন্যান্য সরকারি আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবীগণ।