কীর্ণাহার থানার নিমড়া সেভেন স্টার ক্লাবের পরিচালনায় ক্রিকেট টুর্নামেন্টে খেলার শুভ উদ্বোধন করলেন শ্রী অভিজিৎ সিনহা, এবং বিধান চন্দ্র মাঝি ।
বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) ।বিধান চন্দ্র মাঝি বিধায়ক নানুর বিধানসভা |
কীর্ণাহার থানার অন্তর্গত নিমড়া সেভেন স্টার ক্লাবের পরিচালনায় নক আউট "এম.এল.এ কাপ" ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলার আয়োজন করা হয়। খেলার শুভ উদ্বোধন করেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয়।
উপস্থিত ছিলেন বিধান চন্দ্র মাঝি বিধায়ক নানুর বিধানসভা, শ্রী রেবতী রঞ্জন ভট্টাচার্য এবং ক্লাবের বিশিষ্ট ব্যক্তিবর্গ।