লাভপুর বিধানসভা কেন্দ্রে, ঠিবা অঞ্চল হাইস্কুলে আজকে "দুয়ারের সরকার" ক্যাম্প সম্পন্ন হলো ।
Sonar Bangla Patrika২/১৮/২০২২ ০৬:৩০:০০ PM
0
লাভপুর বিধানসভা কেন্দ্রে, ঠিবা অঞ্চল হাইস্কুলে আজকে "দুয়ারের সরকার" ক্যাম্প সম্পন্ন হলো ।
ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী
লাভপুর বিধানসভা কেন্দ্রে, মাননীয় বিধায়ক অভিজিৎ সিনহার তত্বাবধানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায়, দুয়ারের সরকার ক্যাম্প আবার ও শুরু হলো । ঠিবা গ্রাম পঞ্চায়েতের অধীনে আজকে অর্থাৎ শুক্রবার ১৭ ই ফেব্রুয়ারী শরু হলো দুয়ারের সরকার ক্যাম্প । দুয়ারের সরকার ক্যাম্পে উপস্থিত
ঠিবা অঞ্চল হাইস্কুলে দুয়ারের সরকার ক্যাম্প চলছে
ঠিবা
অঞ্চল সভাপতি সাইন কাজী এবং ঠিবা অঞ্চল প্রধান মিঠুন কাজী নিজেরা উপস্থীত
থেকে সম্পুন্য ভাবে "দুয়ারের সরকার ক্যাম্প পরিচালনা করলেন । খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষীর ভাণ্ডর , কৃষকবন্ধু প্রকল্পের ফর্ম জমা করা, ঠিবা অঞ্চল মানুষদের প্রচন্ড ভিড় এবং সমস্ত শ্রেণীর মানুষ আজকে দুয়ারের
ঠিবা অঞ্চল হাইস্কুলে দুয়ারের সরকার ক্যাম্প চলছে
সরকার
ক্যাম্পে ফর্ম জমা করলেন ।এছাড়া আরও যে প্রকল্প সেগুলি হলো, তপশিলি জাতি,
এবং আদিবাসী এবং ওবিসি শংসাপত্র, শিক্ষাশ্রী, জয় জোহার, তপশিলি বন্ধু
প্রকল্প, কন্যাশ্রী, রুপশ্রী, মানবিক, কিষান ক্রেডিট কার্ড, ১০০ দিনের কাজ,
স্বনির্ভর গোষ্ঠিদের ঋণ প্রদান , স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, আধার
ঠিবা অঞ্চল হাইস্কুলে দুয়ারের সরকার ক্যাম্প চলছে
সহায়তা, কৃষি জমির মিউটেশন, এবং জমি সংক্রান্ত অন্যান্য সাহায্য,
বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, প্রাণী
পালকদের জন্য কিষান ক্রেডিট কার্ড, আর্টিজেন ক্রেডিট কার্ড, ভ্যাক্সিনেশন ,
সহায়তা কেন্দ্র ।
ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজীর তত্বাবধানে ঠিবা অঞ্চল হাইস্কুলে দুয়ারের সরকার ক্যাম্প চলছে
সমস্ত প্রকল্প গুলো আজকে সম্পুন্য ভাবে ঠিবা অঞ্চলের মানুষদের প্রদান করা হলো । লাভপুর ব্লকের প্রতিটা প্রকল্পের আধিকারিকরা উপস্থিত ছিলেন তার সঙ্গে উপস্থিত ছিলেন ঠিবা গ্রাম পঞ্চায়েতের সকল অফিসারেরা ।
ঠিবা গ্রাম পঞ্চায়েতের এবং ব্লক আধিকারিক (দেবনাথ পাত্র, বলাই চন্দ্র ধীবর)
ঠিবা গ্রামপঞ্চায়েতের সমস্ত ভি আর পি , ভেক্টর কন্ট্রোল টিমের প্রত্যেক সদস্যরা উপস্থিত ছিলেন । ঠিবা অঞ্চল সভাপতি প্রতিটা কাউন্টারে সাধারন মানুষের যে সমস্যা তা সঠিক ভাবে পাচ্ছে কিনা তা নিজে দাঁড়িয়ে থেকে দেখলেন ।
ঠিবা অঞ্চলে দুয়ারের সরকার ক্যাম্পে চিকিৎসার ব্যাবস্থা
এবারের দুয়ারের সরকার কেম্পে বিশেষ ভাবে করোনার টিকা বা ভ্যাক্সিনেশনের সাধারন গরীব মানুষদের পৌচ্ছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ তা সফল ভাবে দুয়ারের সরকার ক্যাম্প সম্পন্য হলো ।
ঠিবা গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা দুয়ারের সরকার ক্যাম্পে ইনকাম, স্থায়ী বাসীন্দা, বংশ তালিকা দিচ্ছেন
ঠিবাঅঞ্চলের কোনো মানুষদের কোনো সমস্যার সমুক্ষিন হতে হয়নি আজকের এই দুয়ারের সরকা কেম্পে । যার যা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট দরকার গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা সমস্ত রকমের সার্টিফিকেট ( স্থায়ী বাসীন্দা, ইনকাম, বংশতালিকা) তুলে
ঠিবা অঞ্চল হাইস্কুলে দুয়ারের সরকার ক্যাম্প
দিয়েছেন দুয়ারেরর সরকার কেম্পে যাওয়া মানুষদের হাতে । সঠিক পদ্ধতিতে নিয়ম অনুসারে যার যা প্রকল্পের ফর্ম ছিলো সে গুলো জমা নেন লাভপুর ব্লক অফিসারেরা ।