 |
অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে শ্রী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা, খেলা হবে বইটি প্রকাশিত হলো আজকে
|
বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দীপ প্রকাশনের সৌজন্যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়ের জীবনী নিয়ে শ্রী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা খেলা হবে বইটি প্রকাশিত হলো। বইটি প্রকাশ করলেন অধ্যাপক শ্রী ব্রাত্য বসু মাননীয় মন্ত্রী বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। উপস্থিত ছিলেন শ্রী অনুব্রত মণ্ডল
 |
শ্রী অভিজিৎ সিনহা( রানা) |
মহাশয় মাননীয় সভাপতি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ও চেয়ারম্যান S.R.D.A , লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা( রানা) মহাশয়, শ্রী চন্দ্রনাথ সিনহা মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার ,ডক্টর আশীষ ব্যানার্জি ডেপুটি স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভা,
 |
শ্রী অভিজিৎ সিনহা( রানা) |
শ্রী অসিত মাল সাংসদ বোলপুর লোকসভা কেন্দ্র, শ্রী বিকাশ রায় চৌধুরী বিধায়ক এবং সভাধিপতি বীরভূম জেলা পরিষদ । এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলার এবং বর্ধমান জেলার বিভিন্ন সম্মানীয় বিধায়ক গণ,
 |
শ্রী ব্রাত্য বসু মাননীয় মন্ত্রী বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার |
বীরভূম জেলার সমস্ত ব্লকের ব্লক সভাপতি , সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি, বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ ও অন্যান্য শুভানুধ্যায়ীরা।
 |
অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে শ্রী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা, খেলা হবে বইটি প্রকাশিত হলো |