
অভিজিৎ সিনহা এবং লাভলী মৈত্র
আজ লাভপুর মা ফুল্লোরা মহাপীঠের মহামেলায় লাভপুরের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয়ের আমন্ত্রণে স্বনামধন্য অভিনেত্রী তথা বিধায়ক লাভলী মৈত্র মহাশয়া মেলায় এসেছিলেন, তাকে সম্বর্ধনা দেন লাভপুর বিধানসভার মাননীয় বিধায়ক মহাশয়।
লাভপুরের বিধায়ক শ্রী অভিজিৎ সিনহা এবং লাভলী মৈত্র |
সুন্দর একটি অনুষ্ঠান পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী শোভন চৌধুরী, শ্রী প্রবীর পাঠক, শ্রী রেবতী রঞ্জন ভট্টাচার্য , অগণিত দর্শক ও মেলা কমিটির অন্যান্য সদস্যগণ।