দাঁড়কা অঞ্চলের মীরবাঁধ গ্রামে সেভেন স্টার ক্লাবের উদ্যোগে মহামেলার আয়োজন করা হয়।
আজ দাঁড়কা অঞ্চলের মীরবাঁধ গ্রামে প্রতিবছরের ন্যায় এবছরেও সেভেন স্টার ক্লাবের উদ্যোগে মহামেলার আয়োজন করা হয়। ফিতে কেটে মেলার শুভ উদ্বোধন করেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মান্নান সাহেব, লাভপুর থানার ও.সি সাহেব এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবীগণ।