লাভপুর মা ফুল্লরা মহাপীঠের মহামেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান, আজ থেকে মেলার শুভ সূচনা হলঃ
আজ লাভপুর মা ফুল্লোরা মহাপীঠের মহামেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে, আজ থেকে মেলার শুভ সূচনা হলো। লাভপুর বিধানসভা কেন্দ্রে এমন এক বিধায়ককে আমরা পেয়েছি তা অতুল্যনিয় । যাঁর কোন ভাবেই তুলোনা করা যায় না। মেলা হচ্ছে এমন একটা ক্ষেত্র জনম জনমের বন্ধন অটুট রাখে । আজকে লাভপুর মেলায় প্রচণ্ড ভিড়ের এবং কয়েক
হাজার মানুষের উপস্থিতি দেখা যায় এই মেলায় । যুগ যুগ ধরে মা ফুল্লরা মেলা
হয়ে আসছে । আজকে দেখতে পেলাম সৌহম চক্রবর্তী জনপ্রিয় চলচিত্র অভিনেতা এবং
বর্তমানে বিধায়ক শ্রী সৌহম চক্রবর্তীকে ।লাভপুরের মা ফুল্লরা মেলায় আজকে
অন্ন মৎসবের ও আয়োজন ছিলো । উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের
মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) , শ্রী চন্দ্রনাথ সিনহা মাননীয়
মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, শ্রী অসিত মাল মাননীয় সাংসদ বোলপুর লোকসভা
কেন্দ্র, শ্রী বিকাশ রায় চৌধুরী মাননীয় সভাধিপতি বীরভূম জেলা পরিষদ এবং
বিধায়ক সিউড়ি, মাননীয় শ্রী সোহম চক্রবর্ত্তী জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও বিধায়ক, বিশিষ্ট সমাজ সেবিক আব্দুল মান্নান সাহেব, বিশিষ্ট সমাজ সেবিক তরুণ চক্রবর্তী, সৌভন চৌধুরী ঠিবা অঞ্চল সভাপতি সাইন কাজী এবং অন্যান্য সম্মানীয় নেতৃত্ববৃন্দ ।