Type Here to Get Search Results !

"চিরবিদায়" জয়ন্ত ঘোষের অকাল মৃত্যুতে, থমথমে ব্রাহ্মণপাড়া গ্রাম ।

  
জয়ন্ত ঘোষ ব্রাহ্মণপাড়া (জন্মঃ-০২-০৫-১৯৮৩ -- মৃত্যুঃ-০৯-০২-২০২২ ) তোমার আত্মার শান্তি কামোনা করি । যেখানেই থাকো ভালো থাকো ।

জয়ন্ত ঘোষের অকাল মৃত্যুতে থমথমে ব্রাহ্মণপাড়া গ্রাম । বাবা মায়ের একমাত্র ছেলে জয়ন্ত ঘোষ । বিবাহ হয়েছিলো জাওহাড়ি গ্রামে, একটি পুত্র আর স্ত্রী এই ছিলো সংসার । আগে একটা দিদি ছিলো ৭বছর বয়সে মারা যায় সে । জয়ন্ত ঘোষের জন্ম তারিখঃ- ০২-০৫-১৯৮৩ সালে জন্ম গ্রহন করে ব্রাহ্মণপাড়া গ্রামে । বাবার নাম কালীপদ ঘোষ, মায়ের নাম কল্পনা ঘোষ, স্ত্রীর নাম মৌমিতা ঘোষ এবং পুত্র সন্তানের নাম অয়ন ঘোষ ।

জয়ন্ত দা ব্রাহ্মণপাড়া বাবা মায়ের একমাত্র ছেলে

০৯-০২-২০২২ তারিখে জয়ন্তর নিজের বাজাজ ডিসকভার গাড়ী নিয়ে, কাজের জন্য কির্নাহার খেকে নানুর দিকে যাচ্ছিলেন । আনুমানিক সকাল ১১:৩০ মিনিটে নানুর হইতে কীর্নাহার অভিমুখে আসা মা কংকালী বাস কীর্নাহার প্রেট্রোলপাম্পের নিকট বেপোরোয়া ভাবে দ্রুত গতিতে বাসটি এসে রাস্তার বামপাশ দিয়ে গাড়ি চালাইবার সময় সজোরে ধাক্কা মারে জয়ন্ত ঘোষের গাড়িতে ।

জয়ন্ত ঘোষ ব্রহ্মণাপড়া আমার দাদা

ঘটনাস্থলে গুরতর ভাবে আঘাত প্রাপ্ত হয় জয়ন্ত ঘোষ । স্থানীয় লোকজনের সহযোগিতায় নানুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার বাবুরা প্রাথমিক ভাবে পরীক্ষা করে দেখেন এবং জয়ন্ত ঘোষকে মৃত বলে ঘোষনা করেন । তার পর ময়না তদন্তের জন্য সিয়ান হাসপাতালে পাঠানো হয় । ময়না তদন্তের পর জয়ন্ত ঘোষের মৃত শরীর নিয়ে আসা হয় ব্রাহ্মণপাড়া গ্রামে ।

জয়ন্ত দাদাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে । তোমার আত্মার শান্তি কামোনা করি

বাবা, মা, স্ত্রী, ছেলে, ভাই, বোন, কাকা, কাকিমা, মাষী, স্বাসুড়ী, মামা, মামি, পিষি, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন দুখে ভেঙ্গে পড়ে সকলে । ব্রাহ্মণপাড়া, কীর্নাহার, মিরাটী, পারআবাদ, ঠিবা, জাওহারি, বোলপুর, গলাইচন্ডী, কান্দরকূলা এবং আরো অন্যান্য গ্রামের মাষুষেরা কান্নায় ভেঙ্গে পড়ে । 

জয়ন্ত ঘোষ

বিস্বাসই হচ্ছেনা যে, জয়ন্ত ঘোষ আর এই দুনিয়ায় নেই । করোজরে ভগবানের কাছে প্রার্থনা করি ভালো ছেলেদের কে কি এভাবে কেড়ে নেয়, ভগবানের ও চোখ নেই , বৃদ্ধ বাবা, মা, উনারা চলাফেরা ও ঠিক মতো করতে পারেন না, ওদেরকে দেখবেকে? উওর দাও ভগবান ? 

দাদার ছবি আপলোড় করছি কিন্তু দাদা আমা দুচোখ জলে ভরে যাচ্ছে । তোমার আত্মার শান্তি কামনা করি

ভাই বোনের আগেকার ছবি ।

ছোট্র বেলাকার ভাই বোনের ছবি (তোমরা আমার দিদি, এবং দাদা যেখানেই থাকো ভালো থেকো


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

সোনার বাংলা পত্রিকা