জুবুটিয়া জপেশ্বর শিব মন্দিরের অনুষ্ঠানে পূজা দিলেন রী অভিজিৎ সিনহা । সোনার বাংলা পত্রিকা ।
শ্রী অভিজিৎ সিনহা |
জুবুটিয়া জপেশ্বর শিব মন্দিরের সংস্কারের পর বাবা মহাদেবের অভিষেক অনুষ্ঠান, পূজা ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। দাসকলগ্রামের ভূমিপুত্র লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয় মন্দিরে আসেন ও মহাদেবের কাছে পূজা দেন। উপস্থিত ছিলেন
বীরভূম জেলা পরিষদের মেন্টর শ্রী অভিজিৎ সিনহা (রানা) |
শ্রী রেবতী রঞ্জন ভট্টাচার্য,, শ্রী অরিজিৎ সিনহা, প্রভাত পাঠক, সিদ্ধেশ্বর মন্ডল, মলয় দাস, হিরণময় ভট্টাচার্য এবং মেলা কমিটির সদস্যবৃন্দ।