বৃহঃস্পতিবার বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে |
আগামী ১৭/০২/২০২২ তারিখ বৃহঃস্পতিবার বিপ্রটিকুরী গ্রাম পঞ্চায়েতের বিপ্রটিকুরী উচ্চ বিদ্যালয়ে, মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঐকান্তিক উদ্যোগে পুনরায় দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে। তাই ক্যাম্পের কোথায় কোন দপ্তর বসবে,কতগুলি টেবিল চেয়ার লাগবে,আগত আধিকারিক এবং আমজনতার যাতে কোনো রকম অসুবিধা না হয়,সেগুলির খুঁটিনাটি দেখে নিচ্ছেন এবং পঞ্চায়েতের আধিকারিকদের বুঝিয়ে দিচ্ছেন আমাদের অঞ্চল সভাপতি সেখ ইসমাইল( মিঠু)।