"লাভপুর দেবী ফুল্লরা মন্দির" মহামেলার আয়োজন করা হয়েছে শুভ সূচনায় মাননীয় বিধায়ক অভিজিৎ সিনহা
"লাভপুর দেবী ফুল্লরা মন্দির" প্রাঙ্গণে আজ থেকে কয়েক দিন ব্যপি মহামেলার আয়োজন করা হয়েছে। তার শুভ সূচনায় আমাদের সকলের প্রিয় মাননীয় বিধায়ক অভিজিৎ সিনহা(রানা স্যার), লাভপুর থানার ও.সি সাহেব, বিশিষ্ট সমাজসেবী
তরুণ চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট সমাজসেবী শোভন চৌধুরী মহাশয় ও অন্যান্য সমাজসেবীগন আজ সন্ধ্যায় মহামেলা পরিদর্শন করলেন।