লাভপুর বিধানসভার গড়গড়িয়া গ্রামের স্কুল ময়দানে প্রখ্যাত সঙ্গীতশিল্পী শিলাজিৎ এর প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন
"নৌকা" এর উদ্যোগে স্পোর্টস এর আয়োজন করা হয়েছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন
যোগগুরু শ্রী সুশীল ভট্টাচার্য, শিলাজিৎ, ডক্টর প্রলয় নায়েক বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।