সাঁইথিয়া তৃণমূল পার্টি অফিসে আয়োজিত কর্মীসভায় 14 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কাউন্সিলর ও 2 জন প্রার্থীকে সম্বর্ধনা দেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা সাঁইথিয়া ব্লক ও টাউনের অবজারভার মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা)
মহাশয়। উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শ্রী বিপ্লব দত্ত সাঁইথিয়া পৌরসভা, মাননীয়া শ্রীমতি নীলাবতী সাহা বিধায়ক সাঁইথিয়া বিধানসভা, সাবের আলী খান, শ্রী পিনাকী লাল দত্ত, শ্রী দেবাশীষ সাহা ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।