সাঁইথিয়া পৌরসভার পৌর নির্বাচনে, 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভা ও মিছিল করলেন, শ্রী অভিজিৎ সিনহা ।
 |
মাননীয় শ্রী অভিজিৎ সিনহা |
সাঁইথিয়া পৌরসভার পৌর নির্বাচনে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভা ও মিছিল করলেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয়। উপস্থিত ছিলেন শ্রীমতি নীলাবতী সাহা বিধায়ক সাঁইথিয়া, শ্রী বিপ্লব দত্ত, পিনাকী লাল দত্ত, শ্রী রেবতী রঞ্জন ভট্টাচার্য, শ্রী সাধন দাস ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
 |
12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থক |